শনিবার, ২২ জানুয়ারী, ২০১১

স্কুল শিক্ষক বিমল আর নেই


এম.এ করিম, বড়াইগ্রাম

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমল কুমার মন্ডল আর নেই। তার পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধায় বাসায় হার্ডস্ট্রোক করার পরে মূমূর্ষ অবস্থায় তাকে পরিবারের সদস্যরা বনপাড়া আমিনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে সে মারা যায়। ব্যক্তিগত জীবনে তিনি পিতা কালী পদ মন্ডলের ১১ ছেলে মেয়ের মধ্যে ৫ নম্বর সন্তান ছিলেন। প্রতিবেশীরা জানান, বিমল গত ৩ বছর আগে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার মাধবপুর গ্রামে বাসনা মন্ডল নামে এক রমণীকে বিয়ে করেন। তার স্ত্রী জানান, ২ বছর বয়সী প্রার্থনা মন্ডল প্রিয়ন্তী নামে তার একটি কণ্যা সন্তান রয়েছে, বাবার মৃত্যুর খবর সে বুঝেনা, শুধু অপলোক দৃষ্টিতে বাবার আগমনের পানে চেয়ে থাকে। প্রয়াত বিমলের স্কুলের প্রধান শিক্ষক, মোঃ মুক্তার হোসেন জানান, ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত হাস্যরসিক ও প্রাণখোলা প্রকৃতির মানুষ ছিলেন। এলাকার লোকজন তাতে মাস্টার বিমল দা নামে চিনত। তার মৃত্যুতে বিদ্যালয়ে এক দিনের শোক কর্মসূচী ঘোষনা করেছেন। শিক্ষক বিমলের মৃত দেহ তার নিজ গ্রাম বড়াইগ্রাম  উপজেলার বাহিমালীতে সৎকার করা হয়েছে। তিনি স্ত্রী, এক কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন