মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১২

বড়াইগ্রামে ৪৭ মন্ডপে চলছে দূর্গা পূজার প্রস্তুতি

বড়াইগ্রামে ৪৭ মন্ডপে চলছে দূর্গা পূজার প্রস্তুতি
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
বড়াইগ্রাম উপজেলার ৭ ইউনিয়নে ৪৭টি পূঁজা মন্ডপে এবার হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব সারদীয়া দূর্গা পূঁজা হবে। এখন চলছে প্রতিমা তৈরীর কাজ। দিন-রাত কাজ করে চলছেন প্রতিমা তৈরীর কারিগর।
জানা যায়, উপজেলায় এবার ৪৭টি মন্ডপে দূর্গা পূজার প্রস্তুতি চলছে। এখন চলছে প্রতিমা তৈরীর কাজ একই সাথে  আকর্ষনীয় এবং দৃষ্টিনন্দন প্রতিমা তৈরী নিয়ে চলছে পুঁজা কমিটির মধ্যে মনস্তাত্বিক দ্বন্দ্ব। কে বেশী দর্শনার্থী ভিরাতে পারবে তাই নিয়েই চলছে হিসাব নিকাশ। বরাবরই বনপাড়া পৌরসভার সরদারপাড়া, বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল এবং জোনাইল বাজার পূঁজা মন্ডপে সবচেয়ে দৃষ্টি নন্দন প্রতিমা তৈরী হয়। এবার চেষ্টা চলছে সেই ঐতিহ্য ধরে রাখার।
প্রতিমা তৈরীর কারীগররা এখন ব্যস্ত সময় পার করছেন। তারা দিন-রাত কাজ করে চলছেন। প্রতিমা কারিগর রণজিৎ কুমার জানান, তিনি এবার ১০টি প্রতিমা তৈরীর দায়ীত্ব নিয়েছেন। প্রতিটি প্রতিমা তৈরীর জন্য পারিশ্রমিক নিচ্ছেন ৮ থেকে ১০ হাজার টাকা।
উপজেলা পূঁজা কমিচির সেক্রেটারী অধ্যাপক গোপাল মিত্র জানান,  এবার উপজেলায় ৪৭টি মন্ডপে দূর্গা পূজা হবে। এ সংখ্যা গত বছরের চেয়ে ২টা বেশী। আমরা আশা করছি সকলের সহযোগীতায় সুন্দর ভাবে আমাদের বৃহত্তম ধর্মীয় উৎসব পালন করতে পারবো।