বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১১

মহাজোট সরকার দেশ ও সমানুষের কল্যানে নিয়োজিত বেগম সুলতানা তরুন এমপি

৩ ফেব্রুয়ারি, ২০১১
বড়াইগ্রাম নিউজ  ॥ 
কুষ্টিয়া-৪ কুমারখালি খোকসা আসনের সংসদ সদস্য বেগম সুলতানা তরুন বলেছেন, বর্তমান মহাজোট সরকার দেশের উন্নয়ন ও সাধারন সমানুষের কল্যানে নিয়োজিত। বিগত ৪ দলীয় জোট সরকার বিদ্যুতের বেহাল দশা রেখে গেছে। যার ফলে দেশের মুনুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। বিদ্যুৎ উৎপাদন করতে যথেষ্ট সময় প্রয়োজন। তারপরেও আমাদের সরকার ইতিমধ্যেই বিদ্যুতের উৎপাদন বাড়িয়েছে। তিনি গতকাল কুমারখালি উপজেলার সদকী ইউনিয়নের মহিষা খোলা গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সদকী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম কামাল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল মজিদ, আব্দুর রাজ্জাক, আবুল কাশেম, খোঃ মহব্বত হোসেন দুলালসহ পল্লী বিদ্যুতের কর্মকর্তা বৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে বেগম সুলতানা তরুন ্অরো বলেন,  ২০১২ সালের মধ্যে আশা করি বিদ্যুতের সকল সংকট কেটে যাবে। দেশে বিদ্যুতের বড় কোনো সংকট থাকবে না। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে মহজোট সরকার ক্ষমতায় এসেছে। বিশ্ব অর্থনীতিতে ভয়ংকর মন্দা স্বত্ত্বেও আমাদের দেশের মানুষকে বড় রকমের সংকটে পড়তে হয়নি। আপনারা জানেন এই ইউনিয়নে জন্ম গ্রহন করেছেন আমার শ্রদ্ধেয় শ্বশুর মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক শহীদ গোলাম কিবরিয়া ও আমার স্বামী জননেতা প্রয়াত আবুল হোসেন তরুন। তাঁরা দুজনই এই ইউনিয়নেই চির নিদ্রায় ঘুমিয়ে আছে। আমি এই সদকী ইউনিয়নের পুত্রবধু। তাই এই ইউনিয়ন আমার নিজের ইউনিয়ন। এ এলাকার উন্নয়নের জন্য আমার বিশেষ প্রচেষ্টা আছে। ইতিমধ্যে এই ইউনিয়নের সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, বিদ্যুতের উন্নয়নে কাজ করেছি। আগামিতে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।