মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১২

বড়াইগ্রামে ৪৭ মন্ডপে চলছে দূর্গা পূজার প্রস্তুতি

বড়াইগ্রামে ৪৭ মন্ডপে চলছে দূর্গা পূজার প্রস্তুতি
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
বড়াইগ্রাম উপজেলার ৭ ইউনিয়নে ৪৭টি পূঁজা মন্ডপে এবার হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব সারদীয়া দূর্গা পূঁজা হবে। এখন চলছে প্রতিমা তৈরীর কাজ। দিন-রাত কাজ করে চলছেন প্রতিমা তৈরীর কারিগর।
জানা যায়, উপজেলায় এবার ৪৭টি মন্ডপে দূর্গা পূজার প্রস্তুতি চলছে। এখন চলছে প্রতিমা তৈরীর কাজ একই সাথে  আকর্ষনীয় এবং দৃষ্টিনন্দন প্রতিমা তৈরী নিয়ে চলছে পুঁজা কমিটির মধ্যে মনস্তাত্বিক দ্বন্দ্ব। কে বেশী দর্শনার্থী ভিরাতে পারবে তাই নিয়েই চলছে হিসাব নিকাশ। বরাবরই বনপাড়া পৌরসভার সরদারপাড়া, বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল এবং জোনাইল বাজার পূঁজা মন্ডপে সবচেয়ে দৃষ্টি নন্দন প্রতিমা তৈরী হয়। এবার চেষ্টা চলছে সেই ঐতিহ্য ধরে রাখার।
প্রতিমা তৈরীর কারীগররা এখন ব্যস্ত সময় পার করছেন। তারা দিন-রাত কাজ করে চলছেন। প্রতিমা কারিগর রণজিৎ কুমার জানান, তিনি এবার ১০টি প্রতিমা তৈরীর দায়ীত্ব নিয়েছেন। প্রতিটি প্রতিমা তৈরীর জন্য পারিশ্রমিক নিচ্ছেন ৮ থেকে ১০ হাজার টাকা।
উপজেলা পূঁজা কমিচির সেক্রেটারী অধ্যাপক গোপাল মিত্র জানান,  এবার উপজেলায় ৪৭টি মন্ডপে দূর্গা পূজা হবে। এ সংখ্যা গত বছরের চেয়ে ২টা বেশী। আমরা আশা করছি সকলের সহযোগীতায় সুন্দর ভাবে আমাদের বৃহত্তম ধর্মীয় উৎসব পালন করতে পারবো।

বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১১

মহাজোট সরকার দেশ ও সমানুষের কল্যানে নিয়োজিত বেগম সুলতানা তরুন এমপি

৩ ফেব্রুয়ারি, ২০১১
বড়াইগ্রাম নিউজ  ॥ 
কুষ্টিয়া-৪ কুমারখালি খোকসা আসনের সংসদ সদস্য বেগম সুলতানা তরুন বলেছেন, বর্তমান মহাজোট সরকার দেশের উন্নয়ন ও সাধারন সমানুষের কল্যানে নিয়োজিত। বিগত ৪ দলীয় জোট সরকার বিদ্যুতের বেহাল দশা রেখে গেছে। যার ফলে দেশের মুনুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। বিদ্যুৎ উৎপাদন করতে যথেষ্ট সময় প্রয়োজন। তারপরেও আমাদের সরকার ইতিমধ্যেই বিদ্যুতের উৎপাদন বাড়িয়েছে। তিনি গতকাল কুমারখালি উপজেলার সদকী ইউনিয়নের মহিষা খোলা গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সদকী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম কামাল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল মজিদ, আব্দুর রাজ্জাক, আবুল কাশেম, খোঃ মহব্বত হোসেন দুলালসহ পল্লী বিদ্যুতের কর্মকর্তা বৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে বেগম সুলতানা তরুন ্অরো বলেন,  ২০১২ সালের মধ্যে আশা করি বিদ্যুতের সকল সংকট কেটে যাবে। দেশে বিদ্যুতের বড় কোনো সংকট থাকবে না। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে মহজোট সরকার ক্ষমতায় এসেছে। বিশ্ব অর্থনীতিতে ভয়ংকর মন্দা স্বত্ত্বেও আমাদের দেশের মানুষকে বড় রকমের সংকটে পড়তে হয়নি। আপনারা জানেন এই ইউনিয়নে জন্ম গ্রহন করেছেন আমার শ্রদ্ধেয় শ্বশুর মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক শহীদ গোলাম কিবরিয়া ও আমার স্বামী জননেতা প্রয়াত আবুল হোসেন তরুন। তাঁরা দুজনই এই ইউনিয়নেই চির নিদ্রায় ঘুমিয়ে আছে। আমি এই সদকী ইউনিয়নের পুত্রবধু। তাই এই ইউনিয়ন আমার নিজের ইউনিয়ন। এ এলাকার উন্নয়নের জন্য আমার বিশেষ প্রচেষ্টা আছে। ইতিমধ্যে এই ইউনিয়নের সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, বিদ্যুতের উন্নয়নে কাজ করেছি। আগামিতে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।


সোমবার, ২৪ জানুয়ারী, ২০১১

কুষ্টিয়ায় বহুল প্রচারিত দৈনিকে বড়াইগ্রাম নিউজের খবর

undefined কুমারখালি নিউজ:
কুষ্টিযা থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক আন্দোলনের বাজার ও দৈনিক আজকের সুত্রপাত পত্রিায় নাটরের বড়াইগ্রাম নিউজ অনলাইন মিডিয়ার উদ্বোধনী সংবাদ গুরুত্বসহকারে প্রকাশ করেছে ২২ জানুয়ারি সংখায় পত্রিকা দুটি প্রথম ও শেষ পাতায় সংবাদের স্থান দিয়েছে উল্লেখ্য, ওয়েবে যাত্রা শুরু করলো “বড়াইগ্রাম নিউজ ২১ জানুয়ারি ওয়েবটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো লালন-কাঙালের পূর্ণ ভূমি কুষ্টিয়ার কুমারখালি থেকেসকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাংবাদিক সোহেল হাবিব এসময় বড়াইগ্রাম নিউজ সম্পাদক আশরাফুল ইসলাম, কুমারখালি প্রেস ক্লাবের সভাপতি বাবলু জোয়ারদার, দৈনিক সংবাদ বড়াইগ্রাম প্রতিনিধি আব্দুল করিম, কুমারখালি প্রতিনিধি রওশন জোয়ারদার, দৈনিক ডেসটিনি বড়াউগ্রাম প্রতিনিধি মিনারুল ইসলাম মিলন, দৈনিক ইত্তেফাক বড়াইগ্রাম প্রতিনিধি আনোয়ার হোসেন, সাংস্কৃতিক কর্মী তুষার আহমেদ রেজা উপস্থিত ছিলেন






















বড়াইগ্রামে জামানত হারালেন ১ মেয়র ও ৯ কাউন্সিলর প্রার্থী
বড়াইগ্রাম নিউজ:
নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে ১ মেয়র ও ৯ কউন্সিলর প্রার্থী নূন্যতম ভোট (মোট প্রদানকৃত ভোটের ১/৮ ভাগের চেয়ে কম ভোট) পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
নির্বাচন অফিস সুত্রে জানা যায়, মেয়র পদে আওয়ামীলীগের মো. রফিকুল বারী (তালাচাবি) প্রতিকে মাত্র ১৭ ভোট, ১নং ওয়ার্ডে মো. আছের সরকার (হরিণ) ১২৯, মো. আবুল কালাম (ঘুড়ি) ১১৭, মো. শহিদুল ইসলাম (চাঁদ) ১১৯, মো. আফজাল হোসেন (বালতি) ১৮, ৩নং ওয়ার্ডে মো. শরিফুল ইসলাম (চাঁদ) ১২০, মো. আব্দুস সাত্তার (ঘুড়ি) ২১, ৫নং ওয়ার্ডে মো. হালিম শেখ (ফুটবল) ১০৮, মো. বেলাল হোসেন (মোরগ) ১০১, ৬নং ওয়ার্ডে মো. মোশারফ হোসেন (ঘুড়ি) ০৫ এবং ৮নং ওয়ার্ডে মো. হাবিবুর রহমান (ফুটবল) ৪৩ ভোট পেয়েছিলেন। যা প্রদেয় ভোটের ১/৮ অংশের চেয়ে কম। ফলে তাদের জামানত ফেরৎ পাবেন না। উল্লেখ্য এবার নির্বাচনে মেয়র পদে ৪, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ এবং সাধারণ কাউন্সিলর পদে ৪০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

রবিবার, ২৩ জানুয়ারী, ২০১১

বড়াইগ্রামে দোকানে আগুন ॥ ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই


২৩ জানুয়ারী ২০১১ 
বড়াইগ্রামে ক্ষেতমজুর সমিতির স্মারকলিপি প্রদান
বড়াইগ্রাম নিউজ:
নাটোরের বড়াইগ্রামে রোববার ভুমিহীনদের মাঝে খাস জমি বন্টণের দাবীতে উপজেলা ক্ষেত মজুর সমিতির পক্ষে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী অফিসারকে স্মারক লিপি প্রদান করা হয়েছে। 
জানা যায়, উপজেলা ক্ষেত মজুর সমিতির সভাপতি মো. শামসুল হকের নেতৃত্বে সকল ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি, সম্পাদক এবং বাগডোব ও জোনাইল এলাকার ৩ শতাধিক নারী পুরুষ বিক্ষোভ মিছিলসহ উপজেলা চত্বরে মিলিত হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক সরকার, ক্ষেতমজুর সমিতির সভাপতি মো. শামসুল হক, সম্পাদক নির্মল কুমার ঠাকুর,জাহাঙ্গীর আলম,সাজেদুল ইসলাম, মহাদেব মাহাতো প্রমুখ। সমাবেশ শেষে ১২ দফাদাবী সম্বলিত একটি স্মারক লিপি ইউএনও বরাবর প্রদান করা হয়। ইউএনও অনুপস্থিত থাকায় তার পক্ষে অফিস সহকারী গোলজার হোসেন স্মারকলিপিটি গ্রহণ করেন।  


বড়াইগ্রামে দোকানে আগুন ॥ ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই
বড়াইগ্রাম নিউজ:
নাটোরের বড়াইগ্রামের লক্ষীকোল বাজারে শনিবার রাত ১১টায় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে দুইটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে দোকান মালিকরা দাবী করেন।
জানা যায়, লক্ষীকোল বাজারের সোহেলের পাইকারী সুতার দোকান ও সালামের ষ্টেশনারী দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগে। খবর পেয়ে প্রায় দুই ঘন্টা পর নাটোর থেকে দমকলের গাড়ী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

শনিবার, ২২ জানুয়ারী, ২০১১

বড়াইগ্রামে আয়শাদের ভাগ্য খুলে দিয়েছে পল্লী সমাজ




22 January 2011 11.39pm
বড়াইগ্রাম নিউজ: 
আয়শা, রুনা,সুমিতা ও বেলুয়ারা ওরা সবাই নানা কারণে নিপিরিত, নির্যাতিত, ভাগ্যহত আসহায় ছিলেন একসময়। পল্লী সমাজ ওদের শিখিয়েছে আতœনির্ভরশীল হতে। তারাও সমাজের আর দশজন মানুষের মত মান-সম্মান নিয়ে বাঁচতে পারে সে পথ দেখিয়েছে।
 বাংলাদেশের প্রথম সারির এনজিও (ব্রাক) তাদের সামাজিক উন্নয়ন কর্মসূচি প্রকল্পের আওতায় প্রতি ব্রাঞ্চে একজন করে ব্যবস্থাপক দিয়ে পল্লী এলাকার দরিদ্র, নিপিরিত, বঞ্চিত নারীদের ক্ষমতায়ন, আতœনির্ভরশীল হবার ও নিজ অধিকার আদায়ের কৌশল অর্জনের জন্য প্রতি ওয়ার্ডে তাদের নিয়ে পল্লীসমাজ (ঐক্যবদ্ধ সংগঠনের ন্যায়) গঠনের যাবতীয় ধারা শিখিয়েছেন। নিয়মিত সভা সেমিনারের মাধ্যমে উপরোক্ত বিষয়ে তাদেরকে প্রশিক্ষিত করা হচ্ছে। ব্রাক তাদেরকে শুধুমাত্র কৌশল শিখিয়ে থাকে। এরপর পল্লীসমাজের (সংগঠনের) সকল সদস্য স্বাধীন ভাবে নিজেদের সিদ্ধান্ত গ্রহণসহ যাবতীয় কাজ করে। ওখান থেকেই তারা নিজেদের অধিকার আদায় ও আতœনির্ভরশীল হবার কৌশল অর্জন করে থাকে। আর সেই পল্লী সমাজ থেকে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে ইতিমধ্যেই স্বাবলম্বি হয়েছেন অনেকেই।  তাদেরই কয়েকজন নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ গ্রামের আয়শা (২৫), গুরুমশৈলের রুনা (২৬), নটাবাড়ীয়ার সুমিতা (২৫) ও পারকোলের বেলুয়ারা (২৬)। ওরা সবাই নিজ নিজ পাড়ার পল্লীসমাজের সদস্য। সকলে ঐবদ্ধ হয়ে সেলাই প্রশিক্ষণ নেন। তারপর স্থানীয় মাঝগাঁও ইউপি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে চারজনের জন্য চারটি সেলাই মেশিন বরাদ্দ নেন। সেই থেকে তাদের পথ চলা শুরু।


আয়শা আক্তার ঃ দিনমজুর স্বামী সেন্টু মিয়া আর দুই বছরের একমাত্র ছেলেকে নিয়ে তাদের ছোট্ট সংসার। স্বামীর আয়ে তাদের সংসারই ঠিকমত চলছিল না। তাই সাধ থাকলেও ছেলেকে দিতে পারতো না নিয়মিত পুষ্টিকর খাদ্য আর পছন্দের পোশাক। সংসারে ঝগরা-ঝাটি, মারামারি নিত্যদিনের ঘটনায় পরিনত হয়। এসময় পল্লীসমাজের আহ্বান তাকে দেখালেন আলোর পথ। পল্লী সমাজ থেকে তাদের ঐক্যবদ্ধ হয়ে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করা হলো। প্রশিক্ষণ শেষে মাঝগাঁও ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সামাদকে ধরে নিয়ে নেন একটি সেলাই মেশিন। নিজের আর ছেলের কাজতো বাড়ীতেই করেন। সাথে পাড়া প্রতিবেশীর কাজ করে বেশ আয় হচ্ছে তার। প্রতিবেশীরাও বাড়ীর পাশে ইচ্ছামত কাজ করাতে পেরে বেশ খুশি। সংসারের নিত্য অভাব নিমিষেই দুর হয়ে যায়। ফিরে আসে সুখ আর আনন্দ।


রুনা বেগম ঃ  ফেরিওয়ালা শহিদুল বয়সের সাথে তাল মিলিয়ে বিয়ে করলেও সংসার চালাতে হিমসিম খেতে হতো প্রতিনিয়তই। কারণ সারাদিন ফেরি করে যা হয় আয় বলতে ওটুকুই। এরমাঝেই জন্ম নিল এক ফুটফুটে সন্তান। খুশির মাঝেও গভীর চিন্তায় পরেন শহিদুল দম্পতি। এরমাঝে পল্লীসমাজের হাতছানিতে সাড়া দেন রুনা বেগম। এরপর সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন নিয়ে নিজের কুড়ে ঘরে কাজ শুরু। স্বামী ফেরি করে যে আয় করেন তাদিয়ে সংসার চালান। ছেলের খাবার আর সঞ্চয় করেন রুনা বেগম প্রতিবেশীদের বিভিন্ন কাজ করে দিয়ে যা আয় হয় তা থেকে। একই ভাবে এখন সাবলম্বী সুমিতা ও বেলুয়ারা। তাদের সংসারেও ফিরে এসেছে সঙখ আর সচ্ছলতা।

নাটোরের সিংড়া থেকে আটক হিযবুত্ তওহীদের ৩ সদস্যকে জেল হাজতে প্রেরণ

22 January 2011
ইসহাক আলী:
নাটোরের সিংড়া থেকে লিফলেট বিতরণের সময় আটক হিযবুত তওহীদের ৩ সদস্যকে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ। শুক্রবার বিকালে সিংড়া উপজেলার ভাগনাগরকান্দি তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার বিকালে সিংড়া উপজেলার ভাগনাগরকান্দিগ্রামে ৩ অপরিচিত ব্যাক্তিকে লিফলেট বিতরন করতে দেখে এলাকাবাসী তাদের ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।  আটককৃতরা হচ্ছে মেহেরপুর জেলার গাংনি উপজেলার দেবীপুরের তহিবুর রহমান, সিন্দুর কৌটা গ্রামের আনছার আলী ও বড়বামনদি গ্রামের আবু সাঈদ। এ সময় তাদের কাছ থেকে ৭টি ধর্মীয় বই, ২টি সিডি ও বেশ কিছু লিফলেট উদ্ধার করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুর রহমান জানান, ওই তিনজনকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

একত্রিশ বছরেও শেষ হয়নি বড়াইগ্রাম থানা অডিটরিয়ামের নির্মান কাজ

বড়াইগ্রাম নিউজ :
নাটোরের বড়াইগ্রাম থনা পাবলিক লাইব্রেরী কাম অডিটরিয়াম এর নির্মান কাজ শুরুর ৩১ বছর পার হলেও ভবনটি আজ পর্যন্ত অর্ধনির্মিত অবস্থায় মাথা উঁচু করে দাড়িয়ে আছে। আজো অপূর্ণই রয়ে গেল বড়াইগ্রামবাসীর দীর্ঘদিনের লালীত স্বপ্ন। জানা যায়,  গ্রামীণ শিক্ষা বিস্তারের লক্ষে ১৯৭৯ সালে তৎকালীন জিয়াউর রহমান সরকার প্রতিটি থানা সদরে একটি করে পাবলিক লাইব্রেরী কাম অডিটরিয়াম নির্মানের প্রকল্প হাতে নেন।

তারই ধারাবাহিকতায় বর্তমান  বড়াইগ্রাম থানা সংলগ্নে বড়াইগ্রাম পাবলিক লাইব্রেরী কাম অডিটরিয়াম নির্মানের স্থান নির্ধারণ করা হয়। সে লক্ষ্যেই স্থানীয় দাতা আব্দুস সাত্তার (২০০৮ সনে মারা গেছেন) ৬০ শতক জমি দান করেন ( যার বর্তমান মূল্য ৬০ লাখ টাকা)। সরকারের পক্ষথেকে সাড়ে ৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। যা দিয়ে একতলা চারটি কক্ষের অবকাঠামো তৈরীর করে কাজ বন্ধ হয়ে যায়। এরপর ৮৩-৮৪ অর্থবছরে এরশাদ সরকার এর পূর্ণতা দেবার লক্ষে কাজ শরু করলেও অজ্ঞাত কারণে তা আবার বন্ধ হয়ে যায়। তারপর থেকে অদ্যাবধি সেই কাজ আর শুরু হয়নি। এলাকাবাসীর জোরদাবী অডিটরিয়ামটির নির্মান কাজ শেষ করে ব্যবহার উপযোগী করা হোক।
অডিটরিয়াম সংলগ্ন বাড়ী মালিক ও বড়াইগ্রাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ আফসার আলী জানান, এ অডিটরিয়ামটি নির্মান কাজ শেষ করার জন্য আমিসহ এলাকার গণ্যমান্যদের নিয়ে সংস্থাপণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে বহু আবেদন নিবেদন করেও কোন ফল হয়নি। শুনেছি বর্তমান সরকার প্রতিটি থানায় পাবলিক লাইব্রেরী করবেন। এ কারণে আমরা আশা করছি এবার হয়তো এর পূর্ণতা পাবে। বড়াইগ্রাম পৌর মেয়র মো. ইসহাক আলী বলেন, ওই ভবনটা দীর্ঘদিন  পড়ে থাকায় ডেমেজ হয়ে পড়েছে। তাই আমরা ওখানে পৌর অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার করার জন্য বরাদ্দ চেয়ে ইতিমধ্যে আবেদন করেছি। বরাদ্দ পেলেই আমরা ওটা পুননির্মান করবো।

ঘুরে দাঁড়াতে আওয়ামী লীগের নানা তৎপরতা

শ্রদ্ধেয় সম্পাদক সাহেব,
সালাম জানবেন,আশা নয় বিশ্বাস ভালো আছেন। যা হোক ফেসবুকে বড়াইগ্রাম সংবাদ দেখুন ওয়েবসাইডটি খুলে দেখলাম বেশ ভাল লাগল,আনন্দিত হলাম। আপনার অভিযাত্রাকে স্বাগত জানাই।  যা হোক বেবি কেমন আছে? ভাবীকে সালাম জানাবেন,ঢাকায় আসলে দেখা করবেন। প্রেরিত নিউজ  সাইটে ছাড়ার মত হলে ছাড়বেন। জাতীয় কোন নিউজ কি ছাপা হবেনা? আমার মনে হয়,স্থানীয় নিউজের পাশাপাশি জাতীয় নিউজ গুলো ছাপানো যেতে পারে। ভাল থাকবেন।
রনি,২২.১.১১


ঘুরে দাঁড়াতে আওয়ামী লীগের নানা তৎপরতা
রফিকুল ইসলাম রনি, ঢাকা : পৌর নির্বাচনে প্রার্থী মনোনয়নে সাংগঠনিক  দূর্বলতা ,দলীয় কোন্দল,মাঠে বিদ্রোহী প্রার্থী সক্রিয় থাকায় আশানুরুপ ফলাফল না পাওয়ায় আট-ঘাঁট বেঁধে সাংগঠনিক তৎপরতা চালাতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচনে ফলাফল বিপর্যয়ের ফলে সাংগঠনিক সম্পাদকদের উপর  ক্ষোভও প্রকাশ করেছে দলীয় হাইকমান্ড। সাংগঠনিক সম্পাদক নিজেরাও ব্যর্থতার কথা স্বীকার করে বলেছেন, তারা শত চেষ্টা করেও বিদ্রোহীদের থামাতে পারে নি।
দলের বিভিন্নস্তরের নেতারা মনে করেন, পৌরসভা নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।  আশাতীত জয় পেয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। মেয়র পদে ঢালাও পরাজয়ে শঙ্কিত হয়ে পড়েছেন দলের নীতিনির্ধারকরা। মহাজোটের নেতারাও হতাশ নির্বাচনের এমন ফলাফলে। মহাজোটের অন্যতম শরীকদল জাতীয় পার্টির চেয়ারম্যানও এ ফলাফলকে মহাজোটের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছন। সাত বিভাগের নির্বাচনী ফলে  বিদ্রোহী প্রার্থীসহ আওয়ামী লীগ এগিয়ে থাকলেও তৃণমূল  নেতাকর্মীরা স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। তৃণমূলের বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, এ ফলকে পর্যাপ্ত মনে করছেন না তারা। দলীয় নেতাকর্মীরা একে সতর্কবার্তা মনে করেন।

এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, পৌর নির্র্বাচন মূলত স্থানীয় নির্বাচন, দল-মত নির্বিশেষে লোকজন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়। সেখানে কোন রাজনীতিক জনপ্রিয়তা প্রতিফলিত হয় না। তারপরও যেহেতু এবার দলীয়ভাবে সমর্থন দেয়া হয়েছে, দলীয়ভাবে বসে এর কারণ খুঁজে বের করে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।
আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ওবায়দুল কাদের এমপি বলেন, পৌর নির্বাচন আওয়ামী লীগের সর্তক সংকেত আমাদের সময় হয়েছে ভুল সংশোধন করার। তিনি বলেন, ‘ইট ইজ এ্যা ওয়েক-আপ কল ফর আস’। তাই খুব শিগগিরিই তৃর্নমুল থেকে দল গোছানোর পরিকল্পনা করা হবে। যেহেতু এই সরকারের হাতে এখনো তিন বছর সময় আছে সেহেতু এ এসব সমস্যা সমাধানে তেমন বেগ পেতে হবে না। সব কিছু  খুব কম সময়ের মধ্যেই ঠিক হয়ে যাবে বলে তিনি জানান। সাংগঠনিক সম্পাদকদের সাথে কথা বলে জানা যায়, পৌর নির্বাচনের এই সাংগঠনিক ব্যর্থতা ঘুঁচিয়ে নতুন করে তৃণমূল পর্যায় থেকে দল গোছানোর পরিকল্পনা নিয়ে মাঠে থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এজন্য নেয়া হচ্ছে  বিভিন্ন পরিকল্পনা। 
সরকার গঠনের দুই বছরের মাথায় এমন জনপ্রিয়তা হ্রাসের কারণ খুঁজে পাচ্ছেনা নীতি নির্ধারকেরা। এমতাবস্থায় তৃণমূল পর্যায়ে দলকে ঢেলে সাজিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন উত্তরণের প্রস্তুতি নিচ্ছে দলটি। এমন বিপর্যয়ের কারণ অনুসন্ধান করেছে দলটি।
সরকারের উচ্চপর্যায় থেকেও জনপ্রিয়তায় ভাটা পড়ার কথা স্বীকার করলেও সরকার গঠণের দুই বছরের মাথায় এমন জনপ্রিয়তা হ্রাসের কারণ খুঁজে পাচ্ছেনা নীতি নির্ধারকেরা। এমতাবস্থায় তৃণমূল পর্যায়ে দলকে ঢেলে সাজিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন উত্তরণের প্রস্তুতি নিচ্ছে দলটি। এমন বিপর্যয়ের কারণ অনুসন্ধান করেছে দলটি।
এ অবস্থায় শীর্ষ নেতারা দলের প্রতিটি সাংগঠনিক কাঠামোকে নতুন করে ঢেলে সাজাতে চাইছেন। কয়েকদিনের মধ্যেই দলটি সাংগঠনিক পূনর্গঠণ কার্যক্রম শুরু করবে । বিশ্বস্ত একটি সূত্র জানায়, চলতি বছরের মধ্যেই দলের তৃণমূল ও জেলা কাউন্সিল প্রক্রিয়া শেষ করতে চান দলের নেতারা।
এছাড়া সাতটি সহযোগী সংগঠনের কাউন্সিল করে নতুন নেতৃত্ব তুলে আনারও পরিকল্পনা রয়েছে। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর মেয়াদ উর্ত্তীর্ণ হয়েছে ৪-৫ বছর আগেই। সর্বশেষ ২০০৩ সালের ২৫ জানুয়ারি যুবলীগ, ২০০৩ সালের ২৭ জুলাই স্বেচ্ছাসেবক লীগ, একই বছরের ২৯ জুলাই কৃষক লীগ, ২০০৪ সালের ৮ আগষ্ট তাঁতী লীগ, একই বছর ১৫ মার্চ মহিলা যুবলীগ, ২০০০ সালের ১১ মার্চ আওয়ামী আইনজীবী পরিষদ, ২০০৩ সালে ৩ জুলাই শ্রমিক লীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। গঠণতন্ত্র অনুসারে এ সহযোগী সংগঠন গুলোর মেয়াদ ৩ বছর। এ বছরের শুরুতেই সকল সহোযোগী সংগঠণগুলোর কাউন্সিল শেষ করতে চায় আওয়ামী লীগ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিদায়ী বছরে আওয়ামী লীগ অনেক কাজ শুরু করেছিল। যার অনেক গুলোই এখনো শেষ করা যায়নি। পৌর নির্বাচনের জন্য আমরা কোন সাংগঠনিক কাজকর্ম করতে পারি নি। এখন আমরা এসব পরিকল্পনা বাস্তবায়ন করব। তিনি বলেন, তাড়াতাড়ি তৃণমুলের কাউন্সিলের মাধ্যমে দল গোছানোর কাজ শুরু হবে।
দলীয় সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচনগুলো শেষ হলে, দলের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের কাউন্সিল প্রক্রিয়া শুরু হবে। তৃণমুলের কাউন্সিলের পর শুরু হবে জেলা পর্যায়ের কাউন্সিল। একই সঙ্গে সম্পন্ন হবে সহযোগী সংগঠনের কাউন্সিল। এ বছরের মধ্যেই এসব সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচন করতে নীতিগতভাবে আওয়ামী লীগের পরিকল্পনা রয়েছে। এছাড়া আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের তৃণমূলের অবস্থা জানতে জেলা নেতাদের সঙ্গে যে ধারাবাহিক বৈঠক গত ডিসেম্বরে শুরু  করেছেন তাও আবার শুরু হবে শীর্ঘই।
দলের প্রচার, প্রকাশনা, তথ্য ও গবেষণা সম্পাদকদের নিয়ে বিভাগীয় পর্যায়ে যে কর্মশালা গত বছরে শুরু হয়েছে তাও আবার শুরু হবে। এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন  বলেন, দলের প্রচার, প্রকাশনা, তথ্য ও গবেষণা সম্পাদকদের নিয়ে বিভাগীয় পর্যায়ে যে কর্মশালা গত বছরে শুরু হয়েছে তা আবারও শুরু হবে।  ইতিমধ্যে আমাদের তথ্য ও গবেষণা কর্মশালা শুরু হয়েছে যে কয়টি বিভাগ বাদ আছে সে কয়টি বিভাগেও শুরু করা হবে। এর পর তৃণমূল নেতাদের সাথে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে তৃণমূল নেতাদের বক্তব্য শুনে নেত্রীর  দিক নির্দেশনা অনুসারে দলকে ঢেলে সাজানো হবে।
দলীয় সূত্রে জানা যায়, যুদ্ধাপরাধীদের বিচারে জনমত গঠণ ও মহাজোট সরকারের দুই বছরের সাফল্য তুলে ধরতে এ বছরেই বিভাগীয় পর্যায়ে মহা-সমাবেশ করার পরিকল্পনাও রয়েছে। এসব সমাবেশে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে অংশ  নেবেন বলে নেতারা জানিয়েছেন। এর আগে ৭৩টি সাংগঠনিক জেলাতে সমাবেশ করারও পরিকল্পনা রয়েছে দলটির। যুদ্ধাপরাধীদের বিচারে জনমত গঠন ও সরকারের সাফল্য তুলে ধরতে সারা দেশে একই ধরনের কর্মসূচি পালন করবে দলটি।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন জানান, ২০১০সালে সারা দেশে দলের সদস্য সংগ্রহ ও নবায়ন এবং কেন্দ্রীয় নেতাদের সফর কর্মসূচি শুরু হয়েছিল। গত বছরে তা শেষ হয়নি। এ বছরই এসব কাজ শেষ করা হবে। সঙ্গে থাকবে আরও অনেক নতুন পরিকল্পনা।
দলের কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলে জানা যায়, আগামীর দিনগুলোতে বিরোধী দলের সাথে সমঝোতা করে চলতে চায় ক্ষমতাসীনরা। সীমান্ত সমস্যা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, তেল, গ্যাস সঙ্কট মোকাবেলা, যুদ্ধাপরাধীদের বিচার, ট্রানজিটসহ জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বিরোধী দলকে মুল্যায়ন করে তাদের সংসদে নিয়ে পরিস্থিতি শান্ত রাখতে চাচ্ছে ক্ষমতাসীনরা। তবে বিভিন্ন ইস্যুতে বিরোধী দলের আন্দোলন মোকাবেলায়ও মাঠে থাকবে আওয়ামী লীগ। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যুদ্ধাপরাধীদের বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মহাজোটের ঐক্য অটুট রেখে শরিক দলগুলোর নেতাকর্মীদের যথার্থ মূল্যায়নের মাধ্যমে ক্ষমতাসীন এ দলটি আবারো ঘুরে দাঁড়াতে চায়।
সাংগঠনিক সম্পাদক  আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগের বেশ কিছু সাংগঠনিক পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। শুরুতে তৃনমূল থেকে জেলা পর্যায়ের কাউন্সিল অনুষ্ঠিত হবে। এর পাশপাশি সহযোগি সংগঠন গুলোর কাউন্সিল শেষ করা। নতুন করে ঘুরে দাঁড়াতে যা যা করা দরকার সাংগঠনিক বৈঠকে বসে সিদ্ধান্ত নেয়া হবে।
পৌর নির্বাচনে মহাজোটের সাথে তেমন ঐক্য গড়ে না তুলতে পারলেও আগামীর রাজনীতিতে আওয়ামী লীগ মহাজোটকে সাথে নিয়েই পথ চলতে চায়। জাতীয় পার্টিসহ মহাজোটের শরিক নেতাদের অনেকেই বলছেন, আওয়ামী লীগের একলা চলো নীতির কারণেই সরকার অনেক কাজেই পুরোপুরি সফল হতে পারছে না। একলা চলো নীতির পথ পরিহার করে বাকি তিন বছর মহাজোটকে শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে সবকিছু মোকাবেলার উদ্যোগ নেয়া না হলে সরকারকে আরও বড় ধরনের হোঁচট খাওয়ার সম্ভাবনা রয়েছে। বিরোধী দলের আন্দোলন মোকাবেলাসহ সবকিছু সুচারুভাবে পরিচালনায় মহাজোটের ঐক্যের ভিতকে শক্তিশালী করা ছাড়া বিকল্প কোন পথ নেই। আওয়ামী লীগ
নেতারা মনে করেন, সামনে অনেক বন্ধুর পথ। তাই মহাজোটের সাথে আরো সুসম্পর্ক গড়ে তোলবে ক্ষমতাসীনরা।
তৃণমূলকে সংগঠিত করার জন্য আওয়ামী লীগ সরকারের সাথেও তাদের দূরত্ব ঘোঁচাতে চায়। এ জন্য দলীয়ভাবে আলোচনা হয়েছে বলেও জানান আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ওবায়দুল কাদের তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যেমে অনেক বিষয়ে শিক্ষা পাওয়া গেছে সে শিক্ষাকে কাজে লাগিয়ে অতীতে সরকার এবং দলের মধ্যে যে দুরত্ব তৈরী হয়ে ছিল তা দুর হয়ে যাবে।
সরকারি এ দলটি কয়েকটি মন্ত্রণালয়ের উপরও ক্ষিপ্ত। বিভিন্ন সময়ে তারা তাদের কাজে গতি আনার পরামর্শও দিয়েছেন। বিভিন্ন সূত্রে জানা যায় কয়েকটি মন্ত্রণালয়ে পরিবর্তন এনে সিনিয়র নেতাদের দায়িত্বে বসানো হতে পারে। সম্প্রতি কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম ও মহিউদ্দীন খান আলমগীর ও কিছু মন্ত্রীর কাজের সমালোচনা করেছেন। দলের পক্ষ থেকেও কিছু মন্ত্রীর উপর ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের বিভিন্ন নেতারা। সরকারের নির্বাচনী ইশতেহার পূরণে পাশে থেকে সাহায্য করতে চায় আওয়ামী লীগ।


উপ-নির্বাচন আওয়ামী লীগের বড় চ্যালেঞ্জ
রফিকুল ইসলাম রনি,ঢাকা: পৌরসভা নির্বাচনে আশানুরূপ ফলাফল করতে না পারায় হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের  উপনির্বাচন চ্যালেঞ্জ হিসেবে দাড়িয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছে। ২০০৮ সালে বিপুল ম্যানডেড নিয়ে  আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের দু বছরের মাথায় পৌর নির্বাচনে আওয়ামী লীগের জনপ্রিয়তা হ্রাস পায়। সারাদেশে আওয়ামী লীগের প্রার্থীরা বিএনপি’র প্রার্থীদের কাছে বড় ধরনের ধাক্কা খায়। পৌর নির্বাচনের ফলাফল বিপর্যয়ের পর সভানেত্রী সহ দলের নীতিনির্ধারকদের টনক নড়ে। সভানেত্রী ,উদেষ্টারা দফায় দফায় দলের নেতাকর্মিরা সাথে বৈঠক করেছে। আসন্ন ২৭ জানুয়ারী হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের  উপনির্বাচনে পৌর নির্বাচনের পূনরাবৃত্তি যেন না ঘটে সে জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এখন এ দুৃটি আসনে দলের প্রার্থীকে জয়ী করতে মাঠে রয়েছেন।  হবিগঞ্জ-১ এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মুসফিক হোসেন চৌধুরী এবং ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয় নেতা উবায়দুল মোক্তাদির চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ,আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারি মাহবুব-উল-আলম হানিফ সহ কেন্দ্রীয় নেতারা ব্রাহ্মণবাড়িয়া-৩ পরিদর্শন ও দলের প্রার্থীকে জয়ী করতে নেতাকর্মিদের সাথে কথা বলেছেন। ইতিমধ্যেই মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ এবং দলের অন্য কয়েকটি অঙ্গসংগঠনের নেতারা দুই নির্বাচনী এলাকায় গেছেন। তারা প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এ দিকে প্রধানমন্ত্রী যেকোনো মূল্যে উপনির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় নেতাদের উপনির্বাচনে প্রচারে নামার নির্দেশ দিয়েছেন। নির্বাচনী এলাকায় সরকারের দুই বছরের কর্মকাণ্ডের বিবরণ জনগণের সামনে তুলে ধরার নির্দেশনাও দিয়েছেন তিনি।
এদিকে মহাজোটগতভাবে নির্বাচন করতে আওয়ামী লীগ উদ্যোগ নিলেও মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির পক্ষ   থেকে এখনো এ ব্যাপারে কাঙ্খিত সাড়া মেলেনি। হবিগঞ্জের -১ আসনে জাপার প্রার্থী আবদুল মমিন বাবু প্রচার চালিয়ে যাচ্ছেন। অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে রেজাউল ইসলাম মনোনয়ন প্রত্যাহার না করলেও সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচনের মাঠ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ বলেন, ‘উপনির্বাচনে জয়লাভের জন্য আওয়ামী লীগের তরফ  থেকে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতারা প্রচারণায় অংশ নিচ্ছেন।’
জাফরুল্লাহ বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব নির্বাচনের ফল পক্ষে আনার জন্য, তবে জনগণের রায় যাই হোক তা  মেনে নেবে দল।
দলের একাধিক নেতাকর্মিদের সাথে কথা বলে জানা গেছে,পৌর নির্বাচনের বড় ধরনের ধাক্কা খাওয়ার পর  এ দুটি উপ-নির্বাচনকে ক্ষমতাসীন আওয়ামী লীগ চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে।


 

যাত্রা শুরু করলো “বড়াইগ্রাম নিউজ”

নাটোরের বড়াইগ্রাম উপজেলার সকল তথ্য সম্ভার প্রকাশের দায়িত্ব নিয়ে প্রকাশ হলো নতুন ওয়েব সাইট বড়াইগ্রাম নিউজ। এই সাইটটির সম্পাদকের দায়িত্ব পালন করবেন যায়যায়দিন বড়াইগ্রাম প্রতিনিধি প্রভাষক আশরাফুল ইসলাম। ২১ জানুয়ারি ওয়বেটির আনুষ্ঠানকি যাত্রা শুরু হলো লালন-কাঙালরে পূর্ণ ভূমি কুিষ্টয়ার কুমারখালি থেকে। সকালে আনুষ্ঠানকিভাবে উদ্বোধন করনে সাংবাদকি সোহলে হাববি। এসময় বড়াইগ্রাম নিউজ সম্পাদক আশরাফুল ইসলাম, কুমারখালি প্রেস ক্লাবরে সভাপতি বাবলু জোয়ারদার, দৈনকি সংবাদ বড়াইগ্রাম প্রতিনিধি আব্দুল করমি, কুমারখালি প্িরতনিধি রওশন জোয়ারদার, দৈনকি ডেসটিনি বড়াউগ্রাম প্রতিনিধি মিনারুল ইসলাম মিলন, দৈনিক ইত্তেফাক বড়াইগ্রাম প্রতিনিধি আনোয়ার হোসনে, সাংস্কৃিতক কর্মী তুষার আহমদে রেজা উপস্থতি ছলিনে। এখন থেকে বড়াইগ্রামের যে কোন নিউজ দেখতে হলে ভিজিট করুন http://baraigramnews.blogspot.com   ওয়েব সাইটে।

স্কুল শিক্ষক বিমল আর নেই


এম.এ করিম, বড়াইগ্রাম

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমল কুমার মন্ডল আর নেই। তার পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধায় বাসায় হার্ডস্ট্রোক করার পরে মূমূর্ষ অবস্থায় তাকে পরিবারের সদস্যরা বনপাড়া আমিনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে সে মারা যায়। ব্যক্তিগত জীবনে তিনি পিতা কালী পদ মন্ডলের ১১ ছেলে মেয়ের মধ্যে ৫ নম্বর সন্তান ছিলেন। প্রতিবেশীরা জানান, বিমল গত ৩ বছর আগে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার মাধবপুর গ্রামে বাসনা মন্ডল নামে এক রমণীকে বিয়ে করেন। তার স্ত্রী জানান, ২ বছর বয়সী প্রার্থনা মন্ডল প্রিয়ন্তী নামে তার একটি কণ্যা সন্তান রয়েছে, বাবার মৃত্যুর খবর সে বুঝেনা, শুধু অপলোক দৃষ্টিতে বাবার আগমনের পানে চেয়ে থাকে। প্রয়াত বিমলের স্কুলের প্রধান শিক্ষক, মোঃ মুক্তার হোসেন জানান, ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত হাস্যরসিক ও প্রাণখোলা প্রকৃতির মানুষ ছিলেন। এলাকার লোকজন তাতে মাস্টার বিমল দা নামে চিনত। তার মৃত্যুতে বিদ্যালয়ে এক দিনের শোক কর্মসূচী ঘোষনা করেছেন। শিক্ষক বিমলের মৃত দেহ তার নিজ গ্রাম বড়াইগ্রাম  উপজেলার বাহিমালীতে সৎকার করা হয়েছে। তিনি স্ত্রী, এক কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার, ২১ জানুয়ারী, ২০১১

চলনবিলে মাছ স্বল্পতায় শুটকির উৎপাদন ক্রমেই কমে আসছে



বড়াইগ্রাম নিউজ:নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলা নিয়ে গঠিত চলনবিলে বর্তমানে মাছ স্বল্পতায় শুটকির উৎপাদন ক্রমেই কমে আসছে। হাজার হাজার মানুষ জীবন জীবিকার সন্ধানে নৌকা দিয়ে চলনবিলের মাছ ধরে বিক্রি করে জীবিকা নির্বাহ করত। এলাকার মাছ মানুষের চাহিদা মেটানোর পর অবশিষ্ট মাছ বিলপাড়ের মানুষ শুঁটকি তৈরি করে রাখত। কিন্তু বর্তমানে চলনবিলে আগের মতো মাছ না পাওয়ায় শুঁটকিও তেমন তৈরি হচ্ছে না।
জানা যায়, ‘মাছে ভাতে বাঙালি’ এই প্রবাদটি এক সময় চলনবিলের মানুষের মুখে মুখে শোনা যেত। এক সময় মাছ, পাখি আর মাছের শস্যভাণ্ডার বলা হতো এই চলনবিলকে। পানি আর মাছ সমান তালে ছিল চলনবিলে। চলনবিল পাড়ের মানুষ সারাবছর মাছ ধরে খেত। কালের পরিক্রমায় অনেক কিছুই চলনবিল থেকে হারিয়ে গেছে। বর্তমানে সার, কিটনাশক ও রাসায়নিক পদার্থের কারণে অনেক মাছ চলনবিল থেকে বিলুপ্ত হয়ে গেছে। তাছাড়া নানা উপকরণ দিয়ে মাছ ধরা ও মা মাছ বেশি ধরার কারণে মাছশূন্য হয়ে পড়েছে। মৎস্যভাণ্ডার খ্যাত চলনবিলে মিঠা পানির সুস্বাদু মাছের পাশাপাশি শুঁটকি উৎপাদন ও ব্যাপক চাহিদা ছিল দেশ-বিদেশে। বর্ষা মৌসুম থেকে শুরু করে ৪/৫ মাস চলনবিলে প্রায় ২ শতাধিক শুঁটকি মাছের চাতাল তৈরি করে এক শ্রেণীর মানুষ শুঁটকি বিক্রয় করে প্রচুর টাকা আয় করত। চলনবিলের বড়াইগ্রাম, গুরুদাসপুর, তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া, শাহজাদপুর, ফরিদপুর, চাটমোহর, ভাঙ্গুড়া, সিংড়া, আত্রাই উপজেলার বিলে শতশত শুঁটকির চাতালে প্রায় লক্ষ লক্ষ টাকার শুঁটকি উৎপাদন হতো এবং শুঁটকির চাতালে শত শত নারী -পুরুষ কাজ করে জীবিকা নির্বাহ করত। সেই সময় মাছের দাম তুলনামূলক কম ছিল। কিন্তু আগের মতো আর মাছও নেই শুঁটকিও তেমন তৈরি হয় না। দিন দিন মাছের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। অপরদিকে শুঁটকির জন্য প্রয়োজনীয় মাছ না পাওয়ায় চাতালের সংখ্যাও কমে আসতে শুরু করেছে।

৭০ কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা

বড়াইগ্রামের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের  প্রতিবছর বৃত্তি দেবে শ্যামল বাংলা ট্রাষ্ট
বড়াইগ্রাম নিউজ:  শুক্রবার শ্যামল বাংলা ট্রাষ্ট  বড়াইগ্রামের ৫১ শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে। বড়াইগ্রাম উপজেলার জোনাইল সেন্ট লুইস স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে বনপাড়া সেন্ট যোসেফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরপদ মন্ডলকে উপজেরার শেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসাবে সম্মাননা প্রদান করা হয়।
ষ্ট্রাষ্টের চেয়ারম্যান শ্যামল হিলারিউস কস্তার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান রাফায়েল পালমা, সেক্রেটারী জেনারেল খ্রীষ্টফার ডি’কস্তা প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে শ্যামল বাংলা ট্রাষ্টের পক্ষ থেকে বড়াইগ্রাম উপজেলার ৩৭টি স্কুল ও ১৪টি কলেজের ২০১০ সালের গোল্ডেন জিপিএ ৫ প্রাপ্ত ৭০ জন ছাত্রছাত্রীকে ক্রেষ্ট, ব্যাগ ও নগদ অর্থ প্রদান করে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানের আয়োজক শ্যামল বাংলা ট্রাষ্টের চেয়ারম্যান শ্যামল হিলারিউস কস্তা বলেন, বড়াইগ্রামের প্রত্যান্ত এলাকার স্কুল, কলেজের শিক্ষার গতিকে বেগবান করাই তাদের মূল লক্ষ্য। পাশাপশি স্বাস্থ্য ও সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করবে এ সংগঠন। এছাড়া রাজধানী ঢাকায় বড়াইগ্রামের ছাত্রছাত্রীদের জন্য হোষ্টেল নির্মান, বড়াইগ্রামের জোনাইলে পাবলিক লাইব্রেরী, সংগীত একাডেমি, ব্যামাগার ও হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। তিনি আরো বলেন, আগামী বছর থেকে বড়াইগ্রামের দরিদ্র ও মেধাবী ২২ শিক্ষার্থীকে তাদের তহবিল থেকে বৃত্তি প্রদান করা হবে।
অনুষ্ঠান শেষে কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর, রিজিয়া পারভীনসহ দেশবরেণ্য শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে গান পরিবেশন করেন।