রবিবার, ২৩ জানুয়ারী, ২০১১

বড়াইগ্রামে দোকানে আগুন ॥ ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই


২৩ জানুয়ারী ২০১১ 
বড়াইগ্রামে ক্ষেতমজুর সমিতির স্মারকলিপি প্রদান
বড়াইগ্রাম নিউজ:
নাটোরের বড়াইগ্রামে রোববার ভুমিহীনদের মাঝে খাস জমি বন্টণের দাবীতে উপজেলা ক্ষেত মজুর সমিতির পক্ষে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী অফিসারকে স্মারক লিপি প্রদান করা হয়েছে। 
জানা যায়, উপজেলা ক্ষেত মজুর সমিতির সভাপতি মো. শামসুল হকের নেতৃত্বে সকল ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি, সম্পাদক এবং বাগডোব ও জোনাইল এলাকার ৩ শতাধিক নারী পুরুষ বিক্ষোভ মিছিলসহ উপজেলা চত্বরে মিলিত হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক সরকার, ক্ষেতমজুর সমিতির সভাপতি মো. শামসুল হক, সম্পাদক নির্মল কুমার ঠাকুর,জাহাঙ্গীর আলম,সাজেদুল ইসলাম, মহাদেব মাহাতো প্রমুখ। সমাবেশ শেষে ১২ দফাদাবী সম্বলিত একটি স্মারক লিপি ইউএনও বরাবর প্রদান করা হয়। ইউএনও অনুপস্থিত থাকায় তার পক্ষে অফিস সহকারী গোলজার হোসেন স্মারকলিপিটি গ্রহণ করেন।  


বড়াইগ্রামে দোকানে আগুন ॥ ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই
বড়াইগ্রাম নিউজ:
নাটোরের বড়াইগ্রামের লক্ষীকোল বাজারে শনিবার রাত ১১টায় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে দুইটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে দোকান মালিকরা দাবী করেন।
জানা যায়, লক্ষীকোল বাজারের সোহেলের পাইকারী সুতার দোকান ও সালামের ষ্টেশনারী দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগে। খবর পেয়ে প্রায় দুই ঘন্টা পর নাটোর থেকে দমকলের গাড়ী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।