সোমবার, ২৪ জানুয়ারী, ২০১১

কুষ্টিয়ায় বহুল প্রচারিত দৈনিকে বড়াইগ্রাম নিউজের খবর

undefined কুমারখালি নিউজ:
কুষ্টিযা থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক আন্দোলনের বাজার ও দৈনিক আজকের সুত্রপাত পত্রিায় নাটরের বড়াইগ্রাম নিউজ অনলাইন মিডিয়ার উদ্বোধনী সংবাদ গুরুত্বসহকারে প্রকাশ করেছে ২২ জানুয়ারি সংখায় পত্রিকা দুটি প্রথম ও শেষ পাতায় সংবাদের স্থান দিয়েছে উল্লেখ্য, ওয়েবে যাত্রা শুরু করলো “বড়াইগ্রাম নিউজ ২১ জানুয়ারি ওয়েবটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো লালন-কাঙালের পূর্ণ ভূমি কুষ্টিয়ার কুমারখালি থেকেসকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাংবাদিক সোহেল হাবিব এসময় বড়াইগ্রাম নিউজ সম্পাদক আশরাফুল ইসলাম, কুমারখালি প্রেস ক্লাবের সভাপতি বাবলু জোয়ারদার, দৈনিক সংবাদ বড়াইগ্রাম প্রতিনিধি আব্দুল করিম, কুমারখালি প্রতিনিধি রওশন জোয়ারদার, দৈনিক ডেসটিনি বড়াউগ্রাম প্রতিনিধি মিনারুল ইসলাম মিলন, দৈনিক ইত্তেফাক বড়াইগ্রাম প্রতিনিধি আনোয়ার হোসেন, সাংস্কৃতিক কর্মী তুষার আহমেদ রেজা উপস্থিত ছিলেন






















বড়াইগ্রামে জামানত হারালেন ১ মেয়র ও ৯ কাউন্সিলর প্রার্থী
বড়াইগ্রাম নিউজ:
নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে ১ মেয়র ও ৯ কউন্সিলর প্রার্থী নূন্যতম ভোট (মোট প্রদানকৃত ভোটের ১/৮ ভাগের চেয়ে কম ভোট) পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
নির্বাচন অফিস সুত্রে জানা যায়, মেয়র পদে আওয়ামীলীগের মো. রফিকুল বারী (তালাচাবি) প্রতিকে মাত্র ১৭ ভোট, ১নং ওয়ার্ডে মো. আছের সরকার (হরিণ) ১২৯, মো. আবুল কালাম (ঘুড়ি) ১১৭, মো. শহিদুল ইসলাম (চাঁদ) ১১৯, মো. আফজাল হোসেন (বালতি) ১৮, ৩নং ওয়ার্ডে মো. শরিফুল ইসলাম (চাঁদ) ১২০, মো. আব্দুস সাত্তার (ঘুড়ি) ২১, ৫নং ওয়ার্ডে মো. হালিম শেখ (ফুটবল) ১০৮, মো. বেলাল হোসেন (মোরগ) ১০১, ৬নং ওয়ার্ডে মো. মোশারফ হোসেন (ঘুড়ি) ০৫ এবং ৮নং ওয়ার্ডে মো. হাবিবুর রহমান (ফুটবল) ৪৩ ভোট পেয়েছিলেন। যা প্রদেয় ভোটের ১/৮ অংশের চেয়ে কম। ফলে তাদের জামানত ফেরৎ পাবেন না। উল্লেখ্য এবার নির্বাচনে মেয়র পদে ৪, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ এবং সাধারণ কাউন্সিলর পদে ৪০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।